বেশ কয়েক বছর ধরে মাছের ব্যবসা করছেন আবু রায়হান। বোয়াল মাছটি তিনিই প্রথম কেনেন ১২ হাজার টাকায়। পরে কেটে বিক্রি করে তিনি তিন হাজার টাকা লাভ করেন। আবু রায়হান বলেন, ছয়-সাত বছর আগেও এমন বড় বড় মাছ পাওয়া যেত। এখন আর তেমন পাওয়া যায় না। এত বড় মাছ পুরোটা কেনার মতো ক্রেতা এখানে নেই। তাই কখনো বেশি ওজনের মাছ পেলে কেটে কেজি দরে খুচরা বিক্রি করতে হয়। স্থানীয় চিকিৎসক রবিউল করিম ওই বোয়াল মাছটির দুই কেজি কিনেছেন। তিনি বলেন, এমন বড় মাছ সচরাচর পাওয়া যায় না। পুরো মাছ কেনা সম্ভব নয় বলে কেজি দরে কিনেছেন।