নিজস্ব প্রতিবেদক | ২২ নভেম্বর ২০১৭
রাজধানীর ডেমরার সারুলিয়ায় ৭ বছরের এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সবুর মিয়া (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষিতা শিশুটির বাবা জানান, শিশুটি স্থানীয় একটি স্কুলের ২য় শ্রেণির শিক্ষার্থী। এলাকার একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। বুধবার সকালে পাশের বাসার সবুর মিয়া নামে এক ব্যক্তি শিশুটিকে ফুসলিয়ে তার বাসায় নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি বাসায় বিষয়টি জানালে তারা ডেমরা থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন। এরপর সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করেন। ডেমরা থানার ওসি কাউসার আহমেদ জানান, শিশুটির স্বজনরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত অভিযুক্ত সবুর মিয়াকেও গ্রেফতার করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |