নিজস্ব প্রতিবেদক | ২৪ নভেম্বর ২০১৭
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের তৈরি পাত ও স্বর্ণাঙ্কারসহ রহমত উল্লাহ নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আজ শুক্রবার সকালে স্বর্ণাঙ্কার উদ্ধার ও যাত্রীকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আজ সকালে শাহজালাল বিমানবন্দরে দুবাই থেকে এফজেড ৫৮৩ ফ্লাইটে আসা যাত্রী রহমত উল্লাহর কাছ থেকে বিশেষ ভাবে তৈরি বেল্টে লুকায়িত ২৩২ গ্রামের ১টি স্বর্ণেরপাত ও তার মানিব্যাগের ভেতরে আরো ১৭০ গ্রাম স্বর্ণাঙ্কার জব্দ করা হয়। সে স্বর্ণ গলিয়ে বিশেষভাবে পাত তৈরি করে বেল্টের ভেতরে করে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ আনার সময় তাকে আটক করা হয়।
গোপন সংবাদ থাকায় এবং যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় যাত্রীর পরিধানকৃত প্যান্টে সংযুক্ত চামড়ার বেল্ট স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। শুল্ক গোয়েন্দা তার পাসপোর্ট পরীক্ষা করে দেখতে পান, এ ব্যক্তি চলতি বছরে তিনবার বিদেশ ভ্রমণ করেছে। জব্দ হওয়া স্বর্ণের ওজন ৪০২ গ্রাম। বাজারমূল্য প্রায় ২০ লাখ ১০ হাজার টাকা। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |