নিজস্ব প্রতিবেদক | ০৫ ডিসেম্বর ২০১৭
মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি’র) উন্নয়নকাজের প্রকল্প উদ্বোধন করেছে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। আজ মঙ্গলবার অনাড়ম্বর এক আয়োজনের মাধ্যমে এ উন্নয়ণ প্রকল্পের উদ্ধোধন করেন সেনাপ্রধান। এ সময় সেনা প্রধান বিউপি পরিদর্শন করেন। অনুষ্ঠানে সেনা প্রধানকে অভ্যর্থনা জানান বিইউপির উপচার্য মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী । আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান বিইউপি’র ডে-কেয়ার সেন্টার, মাল্টিপারপাস শেড, লেকের পূর্ব দিকের নবনির্মিত সিঁড়ি এবং উপাচার্যের বাংলোসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করেন।
ডে-কেয়ার সেন্টার উদ্বোধনকালে সেনাপ্রধান বলেন, বিইউপি ডে-কেয়ার সেন্টার একটি সময়োপযোগী উদ্যোগ। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিইউপি ডে-কেয়ার সেন্টার পিতামাতার অনুপস্থিতিতে শিশুদের লালন পালনের বিষয়টি তাদের কর্মক্ষেত্রে আর ব্যাঘাত সৃষ্টি করবেনা । পরবর্তীতে তিনি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং চলমান উন্নয়নের জন্য উচ্ছ্বসিত প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার, পিএইচডিসহ বিইউপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।