নিজস্ব প্রতিবেদক | ০৬ ডিসেম্বর ২০১৭
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে অজ্ঞাত আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে যাত্রী ছাউনির নিচ থেকে কম্বল পেঁচানো অবস্থায় ওই শিশুকে উদ্ধার করেন ওই এলাকার চকলেট বিক্রেতা শিরীন। খিচুনী ও শ্বাসকষ্ট থাকায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে দারুসসালাম থানা পুলিশ।
দারুসসালাম থানার এসআই শরীফ জানান, চিকিৎসার জন্য অজ্ঞাত ওই শিশুকে ঢামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক আড়াই বছর। তাকে কে বা কারা যাত্রী ছাউনির নিচে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢামেক শিশু বিভাগের অধ্যাপক ডা. আব্দুল মতিনের অধীনে ভর্তি রয়েছে শিশুটি। শিশু বিভাগের ইউনিট-৩ এর ২১০নং ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক মন্টি বনিক জানান, শিশুটির প্রচুর শ্বাসকষ্ট এবং খিচুনি হচ্ছে। তার ব্রেইনে ইনফেকশন রয়েছে। তার চিকিৎসার যথাযথ প্রচেষ্টা চলছে। তবে, শিশুটির অবস্থা ভালো না। তার আইসিইউর প্রয়োজন হতে পারে। তাছাড়া তার চিকিৎসা অনেকটা ব্যয়বহুল। এখানে যা যা প্রয়োজন তা আমরা দিচ্ছি।