নিজস্ব প্রতিবেদক | ০৭ ডিসেম্বর ২০১৭
বিভিন্ন সময় চুরি যাওয়া ১৯টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম ঢাকা মহানগরসহ সাভার ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-কালাম (৫৫), ওয়াজেদ আলী (৫৪), আবুল কালাম আজাদ (৫০), মিজানুর রহমান (৩০), রাজন (৩২) ও রাকিব (২৮)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ইউসুফ আলী জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা জানিয়েছে, তারা দিনের বেলায় পার্কিং ও খোলা জায়গায় রাখা মোটরসাইকেলগুলো বিশেষ কায়দায় চুরি করে নিয়ে যায়। রাতে বাসার গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরি করতো। পরবর্তী সময়ে সেগুলো ইন্ডিয়ান টানা গাড়ি বলে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হতো। তিনি বলেন, উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেলগুলোর মধ্যে যদি কারো চুরি যাওয়া মোটরসাইকেল থাকে তবে উদ্ধারকারী টিমের নম্বর ০১৭১৩-৩৯৮৬০৩ তে যোগাযোগের জন্য অনুরোধ করা হল।