নিজস্ব প্রতিবেদক | ০৭ ডিসেম্বর ২০১৭
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে তার অফিসে একটি চিঠি দেয়া হয়েছে। আজ বিকেলে অজ্ঞাতনামা পরিচয়ে চিঠিটি পাঠানো হয়। পরে অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার একান্ত সচিব কবির আহম্মেদ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
শাহবাগ থানার ইন্সপেক্টর তদন্ত মো. জাফর আলী বিশ্বাস জানান, অজ্ঞাতনামা পরিচয়ে চিঠিটি অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানো হয়। চিঠিতে ছোট করে শুধু হত্যার হুমকির কথা উল্লেখ ছিলো। আমরা বিসয়টি খতিয়ে দেখছি। এ হুমকির কারণ সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, কারা এ চিঠি পাঠিয়েছে তা জানি না। তবে এসব চিঠিতে আমি মোটেও ভীত নই। হুমকি আসবে এবং এটা সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। সবাইকে নাশকতামূলক কাজের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |