ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ট্রেনের ধাক্কায় দুই ভাগ হয়ে গেছে স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস, যাতে অন্তত চার শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার প্যাকিনো শহরের কাছে এই দুর্ঘটনায় আরও সাত শিশু গুরুতর আহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, টিভি ছবিতে ওই রেল ক্রসিং পাশে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়ির দীর্ঘ লাইন এবং দুই ভাগ হওয়া বাস দেখা গেছে।
এ দুর্ঘটনাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে এতে নিহতদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই বাসে ১৩ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীরা ছিলেন। আরোহী ১৬ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। এই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানি এসএনসিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রেনটি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে চলছিল এবং তাতে ২৫ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন সামান্য আহত হয়েছেন।
Comments
comments