নতুন প্রজন্মকে শেকড় সন্ধানী ও অসাম্প্রদায়িক সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে শুক্রবার থেকে ঢাকার বাংলা একাডেমিতে শুরু হচ্ছে তিন দিনের পৌষ মেলা। পৌষমেলা উদযাপন পরিষদের এবারের আয়োজনে থাকছে শীতের নানা রকম পিঠা-পুলি, লোকজসামগ্রীর ৫০টি স্টল। এছাড়া থাকছে লোকজ সংগীত, নৃত্য, আবৃত্তি, পুঁথিপাঠ, বাউলগান, সংযাত্রা, যাত্রা ও নৃত্যনাট্যের আয়োজন।
১৯তম পৌষ মেলা আয়োজনের বিস্তারিত তুলে ধরতে আজ বুধবার সকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। এতে বিস্তারিত তথ্য তুলে ধরেন পৌষ মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপস্থিত ছিলেন পৌষ মেলা উদযাপন পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন ও পৌষ মেলা উদযাপন পরিষদের সমন্বয়ক মানজার চৌধুরী সুইট।
গোলাম কুদ্দুছ বলেন, গত আঠারো বছর ধরে পৌষ মেলা উদযাপন পরিষদ নাগরিক আবহে এ মেলার আয়োজন করে আসছে। আমাদের নিজেদেরকে এবং নতুন প্রজন্মকে আমাদের শেকড়ের কাছে, অসাম্প্রদায়িক সংস্কৃতির কাছে নিয়ে যেতেই এ আয়োজন।শুক্রবার সকালে প্রথা অনুযায়ী, আইলা জ্বালিয়ে এবারের পৌষমেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক কামাল লোহানী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্র থেকে রবিবার প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।এছাড়া মেলায় শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে ১০টা ও বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৯টা এবং রবিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
Comments
comments