নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর ২০১৭
রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা হচ্ছেন, মিজানুর রহমান (৩৭) ও ইব্রাহিম শাহজাহান (৩০) জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সারোয়ার পক্ষের অনুসারী বলে ভাষ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর। র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডের কাছের একটি মার্কেট থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই ও উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা কামরুল বলেন, তারা সারোয়ার-তামিম গ্রুপের সারোয়ার পক্ষের অনুসারী বলে দাবি করছে। জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বন্দর থানায় মামলাও রয়েছে। ২০০৫ সালে দেশজুড়ে বোমা হামলা করে আলোচনায় আসা জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবিকে সরকার নিষিদ্ধ করার পর দলের শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ শীর্ষ পর্যায়ের নেতাদের ফাঁসি হয়।
এরপরে কয়েক বছর সক্রিয়তা দেখা না গেলেও গতবছর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার পর ফের আলোচনায় আসে জেএমবি। শীর্ষ পর্যায়ের নেতাদের মৃত্যুর পর দলের অন্যান্য সদস্যরা ‘নব্য জেএমবি’ নামে নিজেদের সংগঠিত করে গুলশান হামলাসহ আগের কয়েক বছর সংঘটিত টার্গেট কিলিংয়ের অধিকাংশই তারা চালায় ভাষ্য পুলিশের। আর জঙ্গিদের এই একই দলকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপ বলে চিহ্নিত করে র্যাব। তবে গত একবছরে টানা অভিযানে এই জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ের অধিকাংশ সদস্য মারা গেছেন বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |