আদালত প্রতিবেদক | ২৪ ডিসেম্বর ২০১৭
রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার রাজীব অপরাধ স্বীকার করে জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই লিয়াকত আলী জানান, আজ রবিবার দুপুরের পর মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারীর খাসকামরায় রাজীব জবানবন্দি দেন।
লিয়াকত আলী বলেন, রাজীব নিজের এবং তার সঙ্গীদের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে বলেছে, তাদের হ্যাঁচকা টানেই ওই শিশু পড়ে মারা যায়। তারা মাদক এবং দৈনন্দিন হাতখরচের টাকা জোগাড় করতেই ছিনতাই করত। ওইদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী সৈয়দ আব্দুল মান্নান নামে এক ব্যক্তিও মহানগর হাকিমের কাছে জবানবন্দি দেন এবং আসামিকে শনাক্ত করেন বলে জানান এসআই লিয়াকত।
গত ১৮ ডিসেম্বর ভোরে দয়াগঞ্জ চৌরাস্তার পূর্বপাশে ছিনতাইকারীর কবলে পড়েন রিকশারোহী আকলিমা ও তার স্বামী শাহ আলম গাজী। ছিনতাইকারী আকলিমার কাঁধে ঝোলানো ব্যাগে টান দিলে তার কোল থেকে পাঁচ মাসের শিশু সন্তান আরাফাত নিচে পড়ে মারা যায়। বড় সন্তানের চিকিৎসার জন্য শরীয়তপুর থেকে আসা আকলিমাও রিকশা থেকে পড়ে গিয়েছিলেন বলে জানান তার স্বামী শাহ আলম। এ ঘটনায় রাজীবকে শনিবার মধ্যরাতে দয়াগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার ফরিদউদ্দিন আহমেদ।