রাজশাহী প্রতিনিধি | ২৫ ডিসেম্বর ২০১৭
‘ভুল করে’ বাংলাদেশ সীমায় ঢুকে পড়ায় তিন বিএসএফ সদস্যকে রাজশাহীর পবা উপজেলায় আটক করেছে বিজিবি। বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার জানান, সোমবার ভোরে তারা উপজেলার হারুডাঙ্গা এলাকায় ঢুকে পড়েন। তবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি বিজিবি।
বিজিবি কর্মকর্তা শামীম বলেন, হারুডাঙ্গায় সীমানা পিলার ভেঙে গেছে। এ কারণে ভুল করে বিএসএফের ৩৮ ব্যাটালিয়নের তিন সদস্য বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন। তারা সেটা টের পাননি। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।আটককৃতদের চর মাঝাড়দিয়া সীমান্তে রাখা হয়েছে। দুপুরে বিএসফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |