নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর ২০১৭
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ক্ষেত্রে সরকার সব সময় জিরো টলারেন্স। বড়দিন একটি ধর্মীয় উৎসব। বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সম্প্রীতি নষ্টের কোনো সুযোগ নেই। কেউ জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে হুশিয়ার করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ সোমবার সকালে তেজগাঁও গির্জা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। রাষ্ট্রের দায়িত্ব সবাইকে নিরাপত্তা দেওয়া। আমরা নিরাপত্তা দিচ্ছি। বড়দিনকে কেন্দ্র করে ঢাকা শহরে নিরবচ্ছিন্ন সৃদৃঢ় নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছিল। প্রতিটি গির্জা ও আশপাশের এলাকা সিসিটিভির আওতায় আনা হয়। তল্লাশি গেটে ছিল আর্চওয়ে। পোশাকধারীদের পাশাপাশি সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি গির্জায় অবস্থান নিয়েছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার উদযাপিত হয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। আনন্দ-উৎসব এবং নানা আয়োজনের মধ্য দিয়ে এদেশের খ্রিস্টান সম্প্রদায় পালন করছে এই বিশেষ দিনটি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |