সৈয়দ আমিনুর রহমান, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | ২৯ ডিসেম্বর ২০১৭
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সাইফুর রহমান (সাইফার)। নৌকা প্রতিক নিয়ে তিনি ৫ হাজার ৩৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মকিবুল হাসান (পটু মিয়া) জগ প্রতিকে পেয়েছেন ২ হাজার ৬১০ ভোট।
গতকাল বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান এ ফল ঘোষণা করেন। এর আগে আলফাডাঙ্গা পৌরসভা ও উপজেলার তিন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। তিন ইউনিয়নে চেয়ারম্যান পদের নির্বাচনে দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও একটিতে আ.লীগের প্রার্থী বেসরকারি ভাবে জয়ী হয়েছেন।
১ নম্বর বুড়াইচ ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ বিদ্রোহী প্রার্থী মো.জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল) বিজয়ী হয়েছেন। ২ নম্বর গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত প্রার্থী ইনামুল হাসান (নৌকা) বিজয়ী হয়েছেন। ৩ নম্বর আলফাডাঙ্গা সদর ইউনিয়নে আ.লীগ বিদ্রোহী প্রার্থী একেএম আহাদুল হাসান (আনারস) বিজয়ী হয়েছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |