চট্টগ্রামে বন বিভাগের মালিকানাধীন পাহাড় কাটার সময় ধসের মধ্যে মাটির নিচে চাপা পড়ে শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।শনিবার বিকাল ৩টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এরা হলেন- আরিফুর রহমান ওরফে আকিব (১০), দিদারুল আলম (৩০) এবং আমীর আলী (২৪)। শিশু আকিব স্থানীয় বাচা মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের লিডার আবু বক্কর সিদ্দিক বলেন, দিদারুল আলম ও আমীর আলী পাহাড়ের নিচ থেকে মাটি কাটছিল। মাটি কেটে বস্তায় ভরে নিয়ে যাচ্ছিল। এসময় সেখানে শিশু আকিব দেখতে যায়। তারা শিশুটিকে ডেকে বস্তা ধরতে বলে। এর কিছুক্ষণ পরই পাহাড় ধ্বসে পড়ে। ঘটনাস্থলেই পাহাড়ের মাটি চাপায় শিশু আকিব ও আমীর আলী মারা যান।গুরুতর আহত অবস্থায় দিদারুল আলমকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভুঁইয়া বলেন, সেটা বন বিভাগের মালিকানাধীন পাহাড়। তারা কি জন্য বা কার হয়ে পাহাড় কাটছিল সেটা এখনো জানতে পারিনি। এবিষয়ে তদন্ত করা হবে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পোস্টমর্টেম করা হবে। এখনো কোনো মামলা হয়নি। এ বছরের ১৩ জুনও উপজেলার ইসলামপুর ইউনিয়নের মইন্যারটেক ও পাহাড়তলি ঘোনা এবং রাজানগর ইউনিয়নের জঙ্গল বগাবিল এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
Comments
comments