কুবি প্রতিনিধি | ০২ জানুয়ারি ২০১৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ-২০১৮ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আইনুল হক, নির্বাচন কমিশনার হুমায়ুন কাইসার ও মো: সাহেদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি জানা যায়। নির্বাচন কমিশন নির্বাচনের বিধিমালাও প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগমী ৩ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়ন প্রত্র বিক্রয় শুরু হবে। ৭ জানুয়ারি মনোনয়ন পত্র দাখিল ও বৈধ প্রার্থীতার তালিকা প্রকাশ, মনোনয়ন পত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৮ জানুয়ারি। ১১ জানুয়ারি প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঐ দিন সন্ধ্যায়ই প্রাথমিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গেল বছরে সাবেক উপাচার্যের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মকান্ডে শিক্ষক সমিতির বিরুদ্ধে শিক্ষকদের একটি পক্ষকে দাঁড় করানোর চেষ্টা এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বছরের পুরোটা জুড়ে আন্দোলনে সরব ছিল শিক্ষক সমিতি।
এতে উপাচার্যপন্থী শিক্ষক ও শিক্ষক সমিতির বৈরীতায় সারা বছরই শিক্ষক রাজনীতিতে অস্থিরতা ছিল।