ফেনী প্রতিনিধি | ০৭ জানুয়ারি ২০১৮
ফেনীর দাগনভূঞায় বাস খাদে পড়ে সাত যাত্রী নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী-নোয়াখালী সড়কে আমিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন।
নিহতদের মধ্যে মাহবুবুর রহমান নামে কর বিভাগের একজন কর্মকর্তা রয়েছেন বলে দাগনভূঞার ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, লক্ষ্মীপুরের রায়পুর থেকে চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাস আমিরগাঁওয়ে একটি অটোরিকশা ও একটি মটরসাইকেলকে চলে যাওয়ার সুযোগ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় অটো ও রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বাস ও অটোরিকশার তিন যাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও চারজনের মৃত্যু হয়। রাত ৯ টার দিকে বাসটি খাদ থেকে টেনে তোলা হয়েছে জানিয়ে ইউএনও সাইফুল বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের সবার পরিচয়ে এখনও জানা যায়নি।