সিরাজগঞ্জ প্রতিনিধি | ০৯ জানুয়ারি ২০১৮
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রচণ্ড শীতে খড়কুটো জেলে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ডাবলু সেখ (৩২) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ডাবলু সেখ উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামের ছানোয়ার শেখের ছেলে।
স্থানীয় বড়হর ইউপি সদস্য সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রচণ্ড শীতে ডাবলুসহ কয়েকজন ট্রলি চালক রবিবার সন্ধ্যায় অলিপুর বাজারে বসে আগুন পোহাচ্ছিলেন। এসময় ডাবলুর গায়ের শীতের পোশাকে আগুন লেগে যায়। অন্যান্য শ্রমিকরা অনেক চেষ্টার পর তার শরীরের আগুন নেভান।
কিন্তু এতে ডাবলুর শরীরের প্রায় ৭০ অংশ পুড়ে যায়। গুরুতর দগ্ধ ডাবলুকে প্রথমে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওইদিন রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করে তার পরিবার। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |