টেকনাফ প্রতিনিধি | ১৭ জানুয়ারি ২০১৮
টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে আজ বুধবার ভোরে দুইটি পৃথক অভিযান চালিয়ে ২২ কোটি টাকা মূল্যের ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এসময় ৪ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া ২টি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম কোস্টগার্ড পূর্ব জোনের গণসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার এম আলাউদ্দিন নয়ন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগর চ্যানেলে সন্দেহজনক দুটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করেন কোস্টগার্ড সদস্যরা। এসময় বোট দুটি উপকূলে তুলে দিয়ে লোকজন পালিয়ে যায়। পরে ওই বোট দুটিতে তল্লাশি চালিয়ে তিন লাখ পিস ইয়াবা ও অপর একটি বোটে এক লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মুল্য ২২ কোটি টাকা।