নিজস্ব প্রতিবেদক | ১৯ জানুয়ারি ২০১৮
রাজধানীর মিরপুরে বাসার সামনের রাস্তায় ফরিদ মিয়া (২২) নামে এক কেয়ারটেকার খুন হয়েছেন। গতকাল ভোরে মধ্য মণিপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশ বলছে, নিহত ফরিদ মণিপুরের ৬০৪ নম্বর বাড়ির কেয়ারটেকার ছিলেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ভোরে মণিপুরের ৬০৪ নম্বর বাসার সামনে তার লাশ উদ্ধার করা হয়। বাসার মালিক জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ফরিদ বাড়ির সব গেটে তালা দিয়ে বাড়ির ছাদের চিলেকোঠায় ঘুমাতে যান। তারপর ভোরে তার লাশ পাওয়া যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।