নিজস্ব প্রতিবেদক | ২৫ জানুয়ারি ২০১৮
একুশতম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বিকেলে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
তিনি বলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক এ পদে নির্বাচন আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এর আগে, আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে হবে। এছাড়া মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৭ ফেব্রুয়ারি। এরপর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৮। দেশের সর্বোচ্চ সাংবিধানিক এ পদে নির্বাচনে এমপিরাই ভোট দিতে পারবেন। কেউ রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে চাইলে কোনো সংসদ সদস্যের সমর্থনেই মনোনয়ন নিতে হয়। আর সিইসি সে নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তার ভূমিকা পালন করবেন।