কুবি প্রতিনিধি | ৩০ জানুয়ারি ২০১৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. এমরান কবির চৌধুরী মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. এমরান কবির চৌধুরীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করো হলো। আগামী ৪ বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বর থেকে দীর্ঘ ৫৮ দিন উপাচার্য শূন্য রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।এতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাসহ প্রায় ৩৫টি সেমিস্টার চূড়ান্ত পরীক্ষা বন্ধ রয়েছে। পাশাপাশি ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন বন্ধ ছিলো শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |