নিজস্ব প্রতিবেদক | ৩০ জানুয়ারি ২০১৮
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের বিদায় এবং নতুন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে বরণ অনুষ্ঠান আজ বুধবার। এ বিষয়ে পুলিশ সদর দফতরে পৃথক দুইটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রেওয়াজ অনুযায়ী বিদায় এবং বরণের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে পুলিশ সদর দফতর।
জানা গেছে, ৩০ ডিসেম্বর ২০১৪ সালে আইজিপি হিসেবে পদোন্নতি পান একেএম শহীদুল হক। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানার নরকলিকাতা গ্রামে। তিনি ১৯৮৪ সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
২৫ জানুয়ারি ২০১৮ সালে আইজিপি হিসেবে পদোন্নতি পান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তার বাড়ি চাঁদপুর সদর থানার মান্দারী গ্রামে। তিনি ৬ষ্ঠ বিসিএস-এ (১৯৮৪) পুলিশ ক্যাডারে মেধা তারিকায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন।