| ৩১ জানুয়ারি ২০১৮
আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের শেষ ও পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচে মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। দু’দলের মধ্যকার ম্যাচটি কুইন্সটাউনে বাংলাদেশে সময়ানুযায়ী বুধবার ভোর রাত সাড়ে ৩.৩০ থেকে শুরু হয়েছে।
আগেই শিরোপা হাত ছাড়া করা বাংলাদেশের যুবরা আগে ব্যাট করতে নেমে ১৭৮ রানে অলআউট হয়েছে সাইফ হাসানের দল। এই পুঁজি নিয়ে এখন লড়াই করছেন বোলাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভারে দুই উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করছে দক্ষিণ আফ্রিকা।