• শিরোনাম

    ইরান-ইসরায়েল সংঘাত: প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

    ইরান-ইসরায়েল সংঘাত: প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী

    ইরান-ইসরায়েলের চলমান সংঘাত পরিস্থিতির প্রভাব বিবেচনায় রাখার জন্য মন্ত্রীদেরকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে যুদ্ধের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেন তিনি।

    বুধবার (১৭ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

    বৈঠক শে‌ষে বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ ত জানান।

    তি‌নি বলেন, হামলার ঘটনার পর এর প্রতিক্রিয়া মোকাবিলায় যার যে খাত, সবাইকেই প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। তবে বাণিজ্য কিংবা অর্থনীতির কথা সুনির্দিষ্ট করে বলেননি। সবাইকেই প্রস্তুতি নিতে বলেছেন এবং এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছেন।

    উদাহরণ দিতে গিয়ে মাহবুব হোসেন বলেন, যেমন তেলের দাম বাড়লে সেই প্রভাব মোকাবিলায় আমরা কী করবো, সেই বিষয়ে প্রস্তুতি নিতে বলেছেন।

    প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সভাপ‌তি‌ত্বে তার কার্যালয়ে ম‌ন্ত্রিসভার এই বৈঠক অনু‌ষ্ঠিত হয়। এ সময় ম‌ন্ত্রিসভার সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১২:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

    daynightbd.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১