শিরোনাম

আকসা মসজিদ অবমাননা : ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরবের নিন্দা

ডেনাইট ডেস্ক | শুক্রবার, ১৯ মে ২০২৩ | পড়া হয়েছে 48 বার

আকসা মসজিদ অবমাননা : ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরবের নিন্দা

আল-আকসা মসজিদ অবমাননার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালো সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করার ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের নিন্দা জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার দখলদার ইসরায়েলি সেনাদের পৃষ্ঠপোষকতায় শত শত ইহুদিবাদী বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদের আঙিনায় পতাকা মিছিল করে। মিছিলের শুরুতেই তারা আকসা মসজিদের আঙ্গিনায় হামলা চালায়। ওই ঘটনায় ইসরায়েলি মন্ত্রীসভা নেসেটের সদস্যসহ ইহুদিবাদী সরকারের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফিলিস্তিন সংকট সমাধানে রিয়াদ ন্যায়সঙ্গত সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করে।’ এর আগে, ইহুদিবাদী ইসরায়েল বুধবার সন্ধ্যা থেকে কুদস শহরকে একটি সামরিক ব্যারাকে পরিণত করেছে। পতাকা মার্চে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুদস শহরের বিভিন্ন এলাকায় অন্তত ৩ হাজার সেনা মোতায়েন করেছে।
তুরস্ক, মিশর, বাহরাইন, ওআইসি, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতও পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের হামলার নিন্দা জানিয়ে পৃথক পৃথক বিবৃতি দিয়েছে। সূত্র : পার্সটুডে।

 

 

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ২:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০২৩

daynightbd.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়াল

১০ ফেব্রুয়ারি ২০২৩

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১