• শিরোনাম

    সিরিয়া-তুরস্কে ভূমিকম্প

    মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়াল

    ডেনাইট ডেস্ক | শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 286 বার

    মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়াল

    তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। গত সোমবার ভোররাতে এই ভূমিকম্প আঘাত হানে এবং এরইমধ্যে প্রায় চার দিন পার হওয়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা কিংবা আটকা পড়া লোকজনের জীবিত থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে গেছে। খবর বিবিসির।

    তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান জানিয়েছেন, তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৩৮৮তে পৌঁছেছে। এছাড়া ৭৭ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। ভূমিকম্পে যারা বেঁচে গেছে তাদের জন্য ঘরের ব্যবস্থা করা হবে। প্রতিবেশী সিরিয়ায় মৃতের সংখ্যা এখন তিন হাজার ৩৭৭। দুই দেশে এখন সব মিলিয়ে মৃতের সংখ্যা প্রায় ২৩ হাজার। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    এর আগে তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ভূমিকম্পের পর যতটা দ্রুত উদ্ধার তৎপরতা চলবে বলে তিনি আশা করেছিলেন সেভাবে উদ্ধার কাজ হয়নি।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৫:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩

    daynightbd.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১