শিরোনাম

কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮

ডেনাইট ডেস্ক | রবিবার, ০২ জুলাই ২০২৩ | পড়া হয়েছে 27 বার

কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮

ফাইল ছবি

কেনিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন। শুক্রবার (৩০ জুন) রাতে দেশটির কেরিচো এবং নাকারু শহরের মধ্যকার সংযোগকারী মহাসড়কে ট্রাক ও মিনিবাসের মধ্যে সংঘর্ষে ঘটেছে এই দুর্ঘটনা।

স্থানীয় পুলিশ কমান্ডার গেওফ্রে মায়েক বার্তাসংস্থা এএফপিকে এ প্রসঙ্গে বলেন, ‘এ পর্যন্ত আমরা ৪৮ জনের মরদেহ এবং অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছি। আহতদের প্রত্যেকের অবস্থা গুরুতর। এছাড়া ট্রাক ও মিনিবাসের ধ্বংসাবশেষের নিচে আর দু-একজন আটকা থাকার আশঙ্কা রয়েছে। তারা কি অবস্থায় আছে তা এখনও জানি না।’

‘প্রাথমিক অনুসন্ধানের পর আমরা জানতে পেরেছি—ট্রাকটি কোরিচো থেকে নাকারুর দিকে যাচ্ছিল, সড়কের বিপরীত দিকে বাসস্টপে দাঁড়িয়ে যাত্রী সংগ্রহ করছিল বাসটি… বিপরীত দিক থেকে আসছিল যাত্রীবোঝাই মিনিবাসটি…কাছাকাছি আসার পর ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাক ও বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। এর ফলেই বাসের ভেতরের ও স্টপেজে অবস্থান করা যাত্রীরা হতাহত হন।’

কেনিয়ার রিজিওয়নাল পুলিশ কমান্ডার টম ওদেরাও নিহতের এই সংখ্যা নিশ্চিত করে বলেছেন, প্রবল বৃষ্টির কারণে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৬:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ০২ জুলাই ২০২৩

daynightbd.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়াল

১০ ফেব্রুয়ারি ২০২৩

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১