ডেনাইট ডেস্ক | শুক্রবার, ০৫ মে ২০২৩ | পড়া হয়েছে 23 বার
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন। শেখ হাসিনার নেতৃত্বে অবকাঠামো উন্নয়ন ও আইনশৃঙ্খলা সহ সার্বিকভাবে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শেখ হাসিনা সরকারে আছে বলেই অসহায়-দুস্থ মানুষ সুখে শান্তিতে বসবাস করছে।
ক্রবার সকাল সাড়ে ১১টার বরিশাল নগরীর বান্দ রোড বিআইপি’র শহীদ শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে সদর উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদানকালে এসব কথা বলেন জাহিদ ফারুক এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল নগরীর ব্যাপক উন্নয়নে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতকে নির্বাচিত করার আহ্বান জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী।
এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ মে ২০২৩
daynightbd.com | Desk Report