• শিরোনাম

    ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

    `মরা গরুর মাংস বিক্রির খবরে বগুড়ার নন্দীগ্রামে উত্তেজনা

    ডেনাইট ডেস্ক | শুক্রবার, ১৯ মে ২০২৩

    `মরা গরুর মাংস বিক্রির খবরে বগুড়ার নন্দীগ্রামে উত্তেজনা

    গুড়ার নন্দীগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    শুক্রবার সকালে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুরহাটে বাবু হোসেন (৪৮) নামের মাংস ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ওমরপুর হাটে কসাই বাবু হোসেন বাইরে থেকে একটি গরু জবাই করে নিয়ে এসে বিক্রি শুরু করেন। তখন স্থানীয় লোকজনের সন্দেহ হয় রোগাক্রান্ত বা মরা গরুর মাংস জবাই করে নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিক এ সংবাদ ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত ভ্রাম্যমাণ
    আদালত পরিচালনা করে কসাই বাবু হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া প্রায় ১৫ কেজি গরুর মাংস পুঁতে ফেলা হয়।
    নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত জানান, প্রাণি সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপস্থিত জনগণের সামনে প্রায় ১৫ কেজি গরুর মাংস পুঁতে ফেলা হয়।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৩:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০২৩

    daynightbd.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০