ডেনাইট ডেস্ক | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | পড়া হয়েছে 34 বার
বাগেরহাটের ফকিরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ মে) রাত ১১টার দিকে উপজেলার টাউন নোয়াপাড়া এলাকা থেকে এই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলেন- খুলনা মহানগরীর গল্লামারি এলাকার আবুল কাশেমের ছেলে মো. আইয়ুব আলী ( ৪০) ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রুবেল হোসেন (২৫)।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান জানান, ইয়াবার একটি বড় চালান হাতবদল হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানা পুলিশ বুধবার রাত ১১টার দিকে উপজেলার টাউন নোয়াপাড়া এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (২৫ মে) সকালে আটক মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ৭:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
daynightbd.com | Desk Report
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |