শিরোনাম

ফরিদপুর-১ আসনে লড়তে চান এম এম মোশাররফ হোসেন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি | শুক্রবার, ২৬ মে ২০২৩ | পড়া হয়েছে 39 বার

ফরিদপুর-১ আসনে লড়তে চান এম এম মোশাররফ হোসেন

ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান বর্তমান বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। মঙ্গলবার বোয়ালমারী বিলাসী কমিউনিটি সেন্টার মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় তিনি তাঁর ইচ্ছার কথা জানান।

এমএম মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত দিনের উন্নয়নের সকল ফিরি¯িত্ম তুলে ধরে ফরিদপুর-১ আসনের প্রত্যšত্ম অঞ্চলে তৃণমুল পর্যায়ে গিয়ে সাধারন মানুষের মাঝে তা প্রচার করছেন। তৃনমুল পর্যায়ে দলীয় নেতা কর্মীদের নিয়ে উঠান বৈঠক, মতবিনিময় সভা, আলোচনা সভার মাধ্যমে দলকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।

এছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করার লড়্গ্েয তিনি সকলের সাথে মিলে মিশে কাজ করছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন জানান, তিনি ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী। দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে তিনি এলাকার মানুষের উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাবেন। একই সাথে তিনি বলেন, ফরিদপুর-১ আসনে যাকেই নৌকা প্রতীক দেবেন তার জন্যই তিনি কাজ করবেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ, বোয়ালমারী পৌরসভার কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইস্রাফিল মোল্যা, অধ্যাপক মজনু মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় বোয়ালমারী উপজেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৫:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০২৩

daynightbd.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১