শিরোনাম

পতেঙ্গায় মাছ ধরার ট্রলারে আগুন, দুইজন দগ্ধ

ডেনাইট ডেস্ক | শনিবার, ২৭ মে ২০২৩ | পড়া হয়েছে 30 বার

পতেঙ্গায় মাছ ধরার ট্রলারে আগুন, দুইজন দগ্ধ

পতেঙ্গা সমুদ্র সৈকতের খেজুরতলা এলাকায় একটি মাছ ধরার ট্রলারে সৃষ্ট আগুনে দুইজন দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রলারটিতে ৫ জন মাঝি-মাল্লা ছিল। এদের মধ্যে তিনজন সাগরে লাফ দেয় এবং দুইজন অগ্নিদগ্ধ হয়।

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে দগ্ধদের নাম জানা যায়নি। পাওয়া যায়নি ক্ষয়-ক্ষতির তথ্য।
কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আফছার উদ্দিন বলেন, বন্দরের একটি জাহাজ থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৪:৫২ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩

daynightbd.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১