শিরোনাম

রাজশাহীতে ৫ কাউন্সিলর প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ডেনাইট ডেস্ক | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ | পড়া হয়েছে 30 বার

রাজশাহীতে ৫ কাউন্সিলর প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকায় ৯টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় আচারণবিধি ভেঙ্গে প্রচার-প্রচারণা চালানোর দায়ে ৫ কাউন্সিলর প্রার্থীকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রচার প্রচারণায় একাধিক মাইক ব্যবহারের দায়ে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মতিউর রহমানকে ৫০০ টাকা, অনুমোদনহীন শব্দ যন্ত্র ব্যবহারের দায়ে ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রুহুল আমিন ও ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী শিবলী রহমাকে ৫০০ টাকা করে, মোটরসাইকেল শোভাযাত্রা করার দায়ে ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনিরুল ইসলামকে ৩০০ টাকা ও রাস্তা বন্ধ করে প্রাচর প্রচারণা চালানোর দায়ে ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী জেসমিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে রাজশাহী নগরীতে মঙ্গলবার ৯টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এতে ৫ প্রার্থীকে আচারণ বিধি ভঙ্গের দায়ে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বেশ কিছু প্রার্থীকে সতর্ক করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ১:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩

daynightbd.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১