শিরোনাম

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

ডেনাইট ডেস্ক | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ | পড়া হয়েছে 24 বার

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রদূত পিটার হাস। সাক্ষাৎকালে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, নির্বাচনী প্রচার প্রক্রিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ভাগাভাগি নিয়ে আলোচনা করেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে বিএনপির মহাসচিবকে বহনকারী একটি প্রাইভেট কার মার্কিন দূতাবাসে প্রবেশ করে। ঘণ্টাখানেক পর গাড়িটি বেরিয়ে আসে।

এর আগে গত ১৬ এপ্রিলে মির্জা ফখরুলসহ কয়েকজন বিএনপি নেতা গুলশানে রাষ্ট্রদূতের আমন্ত্রণে তার বাসায় গিয়েছিলেন। সেই বৈঠকের বিষয়েও দলটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩

daynightbd.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১