শিরোনাম

কেন বিরক্ত নান্নু?

ডেনাইট ডেস্ক | শুক্রবার, ১৯ মে ২০২৩ | পড়া হয়েছে 8 বার

কেন বিরক্ত নান্নু?

ওয়ানডে বিশ্বকাপের বাকি আছে মাত্র চার মাস। সম্প্রতি ঘরের মাঠে ও ইংল্যান্ডের মাটিতে আইরিশদের হারিয়েছে তামিম ইকবালের দল। সেই হিসেব মাথায় নিয়ে তৃপ্তির ঢেকুর তোলার উপায় নেই। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে বাঘাবাঘা দলকে মোকাবেলা করতে হবে। ভারতে বিশ্বকাপের ভেন্যু হওয়ায় উপমহাদেশের উইকেটের কিছুটা সুবিধা পাবে তামিমের দল। কিন্তু সুবিধা নিতে হলে নিজেদেরও তৈরি করতে হবে সে অনুযায়ী। তাই চাই পরিকল্পনা।

বড় আসরে মাঠের খেলায় টাইগারদের পরিকল্পার ঘাটতি সম্প্রতি সবারই চোখে পড়েছে। তবে জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এখই বিশ্বকাপ নিয়ে ভাবতে নারাজ।

তাইতো অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ দল নিয়ে চলমান আলোচনায় বিরক্ত নান্নু।
মোহাম্মদপুরে নিজ বাসায় গণমাধ্যমকে নান্নু খানিকটা বিরক্তি নিয়েই বলেছেন, ‘চারিদিকে কী কথাবার্তা হচ্ছে, তা নিয়ে আমরা ভাবছি না। এখনো চার মাস বাকি বিশ্বকাপের। সামনে আফগানিস্তান সিরিজ। আমরা এই সিরিজগুলো নিয়েই ভাবছি। আফগানিস্তান সিরিজে আমরা তিন ফরম্যাটে খেলব, সেই সিরিজের দল গোছানোর কাজ করছি আমরা।’

আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসছে আফগানরা নান্নু বলেছেন, ‘এখানে কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হবে না। আফগানিস্তান খুব ভালো দল। যেহেতু আমাদের একটা খারাপ অভিজ্ঞতা আছে, গত টেস্ট ম্যাচটা হেরেছি। কোনো কিছু হালকাভাবে নেওয়া হবে না।’

নান্নু আরও বলেছেন, ‘বিশ্বকাপ নিয়ে এখন আমি কিছুই বলতে পারব না। কারণ, এখনো চার মাস বাকি। আমার মনে হয়, আমরাই একমাত্র টেস্ট খেলুড়ে দেশ, যারা এখনই বিশ্বকাপ দল নিয়ে কথা বলছে।’

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ২:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০২৩

daynightbd.com |

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১