শিরোনাম

চবির ‘ডি’ ইউনিটে পাসের হার ৩২.৮৩ শতাংশ

ডেনাইট ডেস্ক | শনিবার, ২৭ মে ২০২৩ | পড়া হয়েছে 45 বার

চবির ‘ডি’ ইউনিটে পাসের হার ৩২.৮৩ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাশ করেছেন ১৩ হাজার ৩৫৫ জন। বাকি ২৬ হাজার ৭১৩ জন শিক্ষার্থী পাশ করতে পারেননি। পাসের শতকরা হার ৩২ দশমিক ৮৩ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ৩৯ হাজার ৭৭০ জন।

শনিবার রাত সোয়া ৮টায় ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে ফলাফল দেখা যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। তিনি বলেন, ডি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১৩ হাজার ৩৫৫ জন পাস করেছেন।
প্রসঙ্গত, গত ২২ ও ২৩ মে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। ১০০ নম্বরের বহুনির্বাচনি পদ্ধতিতে পরীক্ষা হয়। জিপিএর ওপর যোগ করা হয় আরও ২০ নম্বর। মোট ১২০ নম্বরের ওপর ফলাফল তৈরি করা হয়। প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয় দশমিক ২৫ নম্বর। দ্বিতীয় বার পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেয়া হয়।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৪:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩

daynightbd.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১